s স্বাবলম্বী বাংলাদেশ - তবে একলা চলরে: Muscovy known as China Duck - মাশকুভী হাঁস

Apr 28, 2013

Muscovy known as China Duck - মাশকুভী হাঁস



মাশকুভী ঃ- এর আদি উৎপত্তি দঃ আমেরিকায়। এ জাতের হাঁসের বেশ কয়েকটি উপজাত রয়েছে তার মধ্যে সাদা উপজাতটি সবচেয়ে জনপ্রিয়। এ জাতের পুর্ন বয়স্ক পুরুষ হাঁসের গড় ওজন প্রায় ৫কেজি। এবং স্ত্রি জাতের হাঁসের গড় ওজন সাড়ে ৩কেজি। এ জাতের হাঁস বছরে ৪০-৫০টি ডিম দিয়ে থাকে। এ জাতের হাঁস ডিম ফুটায় এবং বাচ্চার যত্ন নেয়। বাংলাদেশে এ জাতের হাঁস চিনা হাঁস নামে পরিচিত। এ জাতের হাঁসের লাল মাংশল চামড়ায় চক্ষু ও চক্ষুর চারপাশে আবৃত। এর মাথায় একটি ঝুটি থাকে। যা এরা ইচ্ছে মত উঠাতে নামাতে পারে। এদের গায়ের রঙ সাধারনত সাদা থেকে কাল অথবা সাদা-কাল হতে পারে। এরা খুব ভাল উড়তে পারে।

2 comments: