s স্বাবলম্বী বাংলাদেশ - তবে একলা চলরে: গাভী বারবার গরম হওয়া

Aug 16, 2015

গাভী বারবার গরম হওয়া

গাভী বারবার গরম হওয়া

কোন গাভী যদি স্বাভাবিক নিয়মে পর পর ৩বার পাল দেওয়ার পরও পাল না রাখে বা গাভী বারবার গরম হলে তাকে Repeat Breeding বা গাভী পুনঃ পুনঃ গরম হওয়া বলে।


কারনঃ-



  • জরায়তে জীবানুর সংক্রমন

  • ঋতু চক্র সঠিক ভাবে নির্নয় করতে না পারা।

  • সময়মত যথা স্থানে সিমেন ন দেওয়া।

  • কৃত্রিম প্রজনন কারীর অদক্ষতা।

  • পুষ্টিহীনতা বা খাদ্য উপাদানের ঘাটতি।


চিকিৎসাঃ প্রথমে সুনির্দিষ্ট কারন খুজে চিকিৎসা দিতে হবে। যোনি পথে ছোট ছোট লাল গুটির মত থাকলে এন্টিবায়োটিক মলম লাগাতে হবে। যেমন Gentacin Oinment / Gentosep / Neobacrin জরায়ুর মুখ থেকে যোনিপথ পর্যন্ত দৈনিক ২বার লাগাতে হবে।

পাশাপাশি নিম্নের যেকোন একটি ঔষধ জরায়ুর ভিতরে প্রয়োগ করতে হবে।


  1. Depomycin 10 mili ঔষধ ২০ মিলি পানির সাথে মিশিয়ে ২৪ ঘন্টা পর পর ৩-৫ দিন। অথবা

  2. Bactitab Tablet ১টি ট্যবলেট ৩০ মিলি পানির সাথে মিশিয়ে ২৪ ঘন্টা পর পর ৩-৫ দিন। অথবা

  3. Renamycin 10mili ঔষধ ২০ মিলি পানির সাথে মিশিয়ে ২৪ ঘন্টা পর পর ৩-৫ দিন। অথবা

পাশাপাশি নিম্নের যেকোন একটি ইঞ্জেকশান প্রয়োগ করতে হবে।

– Fertajel injection / Fertilon প্রজনন করার পরপর ২.৫মিলি মাংশে প্রয়োগ করতে হবে।



গাভী বারবার গরম হওয়া

No comments:

Post a Comment