s স্বাবলম্বী বাংলাদেশ - তবে একলা চলরে: কবুতরের রোগ বালাই

Aug 16, 2015

কবুতরের রোগ বালাই

কবুতরের রোগ বালাই

কবুতরের রোগ বালাইঃ


কবুতরের বসন্ত – Pigeon Pox


কারনঃ ভাইরাস জনীত রোগ

লক্ষনঃ  শরীরের তাপমাত্রা বৃদ্ধি, ঝিমায় খাওয়া দাওয়া বন্ধ, ঝুটিতে বুটি বুটি উঠে।

চিকিৎসাঃ পটাশ দিয়ে ভালভাবে মাথা পালকের নিচ মুছে দিতে হবে। তারপর নেবনল অয়েনমেন্ট দিতে হবে।

কসুমিক্স প্লাস / সলোটিন ১লিঃ ২ গ্রাম করে ৫দিন।

প্রতিরোধ ঃ কবুতরের বাসা ভালকরে পরিষ্কার করে দিতে হবে।

খেয়াল রাখতে হবেঃ বাচ্চা ফুটার পরপরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা।


কবুতরের পাতলা পায়খানা


কারনঃ ভাইরাস জনীত।

লক্ষনঃ ঝিমায় এবং পাতলা পায়খানা হবে।

চিকিৎসাঃ এস.কে. পাউডার খাবারের সাথে দিনে ৩-৪ বার। পানির সাথে কসুমিক্স প্লাস।


কবুতরের কৃমি


লক্ষনঃ খাওয়াদাওয়া কম খাবে, শুকিয়ে যাবে, মাঝে মাঝে পাতলা পায়খানা, ঝিমাবে

চিকিৎসাঃ তিন মাস পরে পরে এভিপার / ডিভিপার কৃমিনাশক ১কেজি খাবারে ১চা চামচ পরিমান সাথে খাওয়াতে হবে।



কবুতরের রোগ বালাই

No comments:

Post a Comment