
এদের গায়ের রঙ সাধারনত সাদা-কাল। পায়ের খুরের বৃদ্ধাঙ্গুলির উপর সাদা রেখা দেখেও এদের চিনা যায়। তাছাড়া সম্পূর্ণ কাল গরুর ওলানে সাদা ও সম্পূর্ণ সাদা গরুর ওলানে কাল দাগ থাকবে জাতের চিহ্ন হিসাবে।
এদের শরীর থলথলে, চর্বি যুক্ত, মোটা চামড়া এবং আল্প পরিশ্রমী। এরা সাধারনত দানাদার ও আঁশ জাতীয় খাবার খেতে বেশ পছন্দ করে। এদের স্ত্রীরা সাধারনত শান্ত তবে পুরুষগুলো বদ মেজাজী হয়। এরা সাধারনত ২.৫-৩ বছরের মধ্যে গর্ভ ক্ষমতা রাখে। এদের বিশেষ রসালো আঁশ জাতীয় খাবার। বাংলাদেশের আবহাওয়ার সাথে এরা মানিয়ে নেয়ার উপযোগী। নিয়মিত টিকা প্রয়োগ করলে এদের সাধারনত কোন রোগ দেখা যায় না। এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং এদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের চুট নেই।
No comments:
Post a Comment