s স্বাবলম্বী বাংলাদেশ - তবে একলা চলরে: গাভী গরম না হওয়া – Anestrum

Aug 16, 2015

গাভী গরম না হওয়া – Anestrum

গাভী গরম না হওয়া – Anestrum

গাভী গরম না হওয়া – Anestrum:

গাভী যেমন অনেক সময় পাল ধরে রাখে না বা বারে বারে গরম হয়, তেমনি গাভী আবার একেবারেই গরম নাও হতে পারে।
সাধারনতঃ


  1. বিভিন্ন ধরনের জীবানু দারা জরায়ুতে প্রদাহ হলে।

  2. বিপাকিয় রোগ জরায়ুর বিভিন্ন রোগ হলে।

  3. পুষ্টির অভাব ও হরমোনের ভারসাম্যহীনতা।

চিকিৎসাঃ


  1. প্রথম পদ্ধতিঃ- গাভিকে প্রথমে কৃমির ঔষধ খাইয়ে নিম্নের যেকোন একটি ঔষধ খাওয়াতে হবে।
    1. ভিটামিক্স / মেগাভিট ডিভি / ভিটা এ.ডি.ই / ই.এস.-এ.ডি-৩.ই / বায়োমিক্স – বকনাকে প্রতিদিন ৫মিলি/গ্রাম এবং প্রাপ্ত বয়স্ক গাভিকে ১০মিলি/গ্রাম পানি / দানাদার খাবারের সাথে মিশিয়ে দৈনিক ১ বার করে ৩০ দিন খাওয়াতে হবে। এতে করে গাভি ৩০-৪৫ দিনের মধ্যেই হিটে আসবে।


  2. ২য় পদ্ধতিঃ- যদি এরপরও হিটে না আসে তবে নিম্নের যেকোন একটি ঔষধ প্রয়োগ করতে হবে।
    1. Injection Vita-ADE / AD3E / Forte / Renasole AD3E / Vitamin AD3E – বকনাকে ১০-১৫মিলি এবং গাভিকে ১৫-২০মিলি মাংশে। ৭দিন পর পর ২-৩ টি ইঞ্জেকশান। ৩য় ডোজ এর পর ৪৫ দিনে অপেক্ষা করতে হবে যদি হিটে নাও আসে। এর মধ্যেও হিটে না আসলে ৩য় পদ্ধতি অবলম্বন করতে হবে।


  3. ৩য় পদ্ধতিঃ- Fertajel injection / Fertilon / Folligone – এর যেকোন একটি ঔষধ আড়াই থেকে ৫মিলি মাংশে প্রয়োগ করতে হবে। ১টি ইঞ্জেকশান দেয়ার ১ – ৩০ দিনের মধ্য হিটে আসবে।

  4. অথবা Mixogen এর ডাবল ডোজ প্রয়োগ করতে হবে।

  5. সনাতনি পদ্ধতিঃ- গরুকে প্রতিদিন ৫০-১০০ গ্রাম ছোলা ভিজিয়ে রেখে অঙ্কুরিত হলে খাওয়াতে হবে। এভাবে ৭-১০দিন। অথবা মুরগির কাঁচা ডিম প্রতিদিন সকালে ১টি করে ১০ দিন খাওয়ালে ১০-৪৫ দিনের মধ্যেই গাভি গরম হবে।


গাভী গরম না হওয়া – Anestrum

No comments:

Post a Comment