
পশুর দৈহিক ওজন নির্নয়
পশুর দৈহিক দৈর্ঘ্য = পশুর লেজের উপরের পিন পয়েন্ট থেকে অথবা পাছার উঁচু হাড় হতে সোল্ডার পয়েন্ট বা গলার মাঝ বরারবর পর্যন্ত।
বুকের বেড় = সামনের ২ পায়ের ঠিক পিছনের দিক বরারবর বুকের বেড়।
মনে করি আপনার পশুর বুকের বেড় ৬০” এবং দৈহিক দৈর্ঘ্য ৪২” এখন উপরের সুত্র মতে আপানার পশুর দৈহিক ওজন নির্নয় করি।
৪২X(৬০X৬০)/৩০০
= ৪২X৩৬০০)/৩০০
= ১৫১২০০/৩০০
= ৫০৪ পাউন্ড
এখন ২.২ পাউন্ড = ১কেজি
তাই ৫০৪/২.২ = ২২৯.১কেজি
তাহলে পশুর দৈহিক ওজন দাড়াল ২২৯.১ কেজি।
এছাড়া নীচের তালিকা অনুযায়ী গবাদি পশুর বুকের বেড় থেকে পশুর দৈহিক ওজন নির্নয় করা যায়।
| বুকের বেড়(ইঞ্চি) | দৈহিক ওজন(কেজি) | বুকের বেড়(ইঞ্চি) | দৈহিক ওজন(কেজি) | বুকের বেড়(ইঞ্চি) | দৈহিক ওজন(কেজি) |
| ২৫ | ১৯ | ৩৯ | ৬৪ | ৫৩ | ১৬২ |
| ২৬ | ২০ | ৪০ | ৬৯ | ৫৪ | ১৭১ |
| ২৭ | ২১ | ৪১ | ৭৩ | ৫৫ | ১৮১ |
| ২৮ | ২৩ | ৪২ | ৭৮ | ৫৬ | ১৯১ |
| ২৯ | ২৫ | ৪৩ | ৮৩ | ৫৭ | ২০০ |
| ৩০ | ২৭ | ৪৪ | ৮৭ | ৫৮ | ২১০ |
| ৩১ | ৩০ | ৪৫ | ৯২ | ৫৯ | ২১৯ |
| ৩২ | ৩২ | ৪৬ | ৯৬ | ৬০ | ২২৯ |
| ৩৩ | ৩৫ | ৪৭ | ১০১ | ৬১ | ২৩৪ |
| ৩৪ | ৩৯ | ৪৮ | ১১৩ | ৬২ | ২৪৭ |
| ৩৫ | ৪৩ | ৪৯ | ১২৩ | ৬৩ | ২৫৬ |
| ৩৬ | ৪৯ | ৫০ | ১৩৩ | ৬৪ | ২৬৫ |
| ৩৭ | ৫৪ | ৫১ | ১৪৩ | ৬৫ | ২৭৫ |
| ৩৮ | ৫৯ | ৫২ | ১৫২ | ৬৬ | ২৮৬ |
তথ্য সুত্রঃ ক্ষেতখামার @ ফেইসবুক
পশুর দৈহিক ওজন নির্নয়
No comments:
Post a Comment