s স্বাবলম্বী বাংলাদেশ - তবে একলা চলরে: পশুর দৈহিক ওজন নির্নয়

Aug 16, 2015

পশুর দৈহিক ওজন নির্নয়

পশুর দৈহিক ওজন নির্নয়

পশুর দৈহিক ওজন নির্নয়
পশুর দৈহিক দৈর্ঘ্য = পশুর লেজের উপরের পিন পয়েন্ট থেকে অথবা পাছার উঁচু হাড় হতে সোল্ডার পয়েন্ট বা গলার মাঝ বরারবর পর্যন্ত।
বুকের বেড় = সামনের ২ পায়ের ঠিক পিছনের দিক বরারবর বুকের বেড়।
মনে করি আপনার পশুর বুকের বেড় ৬০” এবং দৈহিক দৈর্ঘ্য ৪২” এখন উপরের সুত্র মতে আপানার পশুর দৈহিক ওজন নির্নয় করি।
৪২X(৬০X৬০)/৩০০
= ৪২X৩৬০০)/৩০০
= ১৫১২০০/৩০০
= ৫০৪ পাউন্ড
এখন ২.২ পাউন্ড = ১কেজি
তাই ৫০৪/২.২ = ২২৯.১কেজি
তাহলে পশুর দৈহিক ওজন দাড়াল ২২৯.১ কেজি।
এছাড়া নীচের তালিকা অনুযায়ী গবাদি পশুর বুকের বেড় থেকে পশুর দৈহিক ওজন নির্নয় করা যায়।




























































































বুকের বেড়(ইঞ্চি)দৈহিক ওজন(কেজি)বুকের বেড়(ইঞ্চি)দৈহিক ওজন(কেজি)বুকের বেড়(ইঞ্চি)দৈহিক ওজন(কেজি)
২৫১৯৩৯৬৪৫৩১৬২
২৬২০৪০৬৯৫৪১৭১
২৭২১৪১৭৩৫৫১৮১
২৮২৩৪২৭৮৫৬১৯১
২৯২৫৪৩৮৩৫৭২০০
৩০২৭৪৪৮৭৫৮২১০
৩১৩০৪৫৯২৫৯২১৯
৩২৩২৪৬৯৬৬০২২৯
৩৩৩৫৪৭১০১৬১২৩৪
৩৪৩৯৪৮১১৩৬২২৪৭
৩৫৪৩৪৯১২৩৬৩২৫৬
৩৬৪৯৫০১৩৩৬৪২৬৫
৩৭৫৪৫১১৪৩৬৫২৭৫
৩৮৫৯৫২১৫২৬৬২৮৬

 


তথ্য সুত্রঃ ক্ষেতখামার @ ফেইসবুক



পশুর দৈহিক ওজন নির্নয়

No comments:

Post a Comment